About Me

আস্সালামুআলাইকুম আমি আব্দুল্লাহ আল হাসীব । B .SC করছি ইস্টার্ন ইউনিভার্সিটি তে কম্পিউটার সাইন্স এন্ড ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট এ।
আল্লাহ চাহে তো spring ২০২০ এ B .SC শেষ হবে।
২০১৪ সালে হারুন উর রাশিদ ভাই এর সাথে পরিচয় হয় । তখন তার থেকে শুনি পাইথন প্রোগ্রামিং এর কথা । নিজে নিজে পড়াশুনা করতে যেয়ে অনেক কিছু বুঝতাম না তখন তার কাছে অনেক রিকোয়েস্ট করে তার বাসায় যেয়ে django শিখা শুরু করি ২০১৬ এ । এরপরে ২০১৮ তে বিআইটিএম এ জ্যাংগো এর উপরে একটা পেইড কোর্স করি সেখানে যেয়ে পরিচয় হয় আমাদের ট্রেইনার প্রশান্ত ভাই এর সাথে। সব থেকে মজার বিষয় হলো হারুন ভাই এর আমি প্রথম স্টুডেন্ট আর প্রশান্ত ভাই এর ও আমি প্রথম স্টুডেন্ট যার কারনে ২ জনের সাথে একটা আলাদা বন্ধন তৈরি হয়েছে। ২০১৮ তে হারুন ভাই এর নিজের প্রতিষ্ঠান খিদমাহ আইটি তে টিচিং অ্যাসিস্ট্যান্ট হিসাবে কাজ করি । পাশাপাশি কিছু আইডিয়া নিয়েও কাজ করতাম।
বাংলায় জ্যাংগো সাইট এ হারুন ভাই একাউন্ট করে দেয় জ্যাংগো নিয়ে লেখালেখি করার জন্য সেখান থেকে ই আগ্রহ জন্মায় নিজের জানা বিষয় গুলো মানুষের সাথে share করার ব্যাপারে ।
মানুষের হক নষ্ট করিনা কিন্তু যেকোনো সত্য কথা এবং যৌক্তিক কথা পেটে রাখতে পারিনা মুখ ফস্কে কথা বের হয়ে যায় এই জন্য ভার্সিটির অনেক বন্ধুরা হেট করে ।সত্য বলতে যেয়ে অনেক সময় মানুষের মনে কষ্ট দেই যেটা একটা খারাপ গুন।
নুতন কিছু শিখতে এবং নিজের জানা বিষয়গুলো মানুষের সাথে শেয়ার করতে পছন্দ করি যার কারনে এই পথচলা। সবার কাছে দোয়া চাই যেন আল্লাহ তায়ালা দুনিয়া ও আখেরাতের জিন্দেগী সহজ করেন এবং হালাল রিজিকের ব্যবস্থা করে দেন।